Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

আমাদের অর্জনসমূহ (গত ৩ বছরে)

শিশু উন্নয়ন কর্মসূচির আওতায় বাংলাদেশ শিশু একাডেমী গোপালগঞ্জ জেলা কার্যালয়ের মাধ্যমে গত ৩ বছর বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এ সকল কার্যক্রমে প্রায় ২৪ হাজার শিশু অংশগ্রহণের সুযোগ পায়। প্রতি বছর ২৯টি বিষয়ে উপজেলা পর্যয় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ও দলগত ৪টি বিষয়ে মৌসুমী প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিবছর জেলার প্রায় ৬ হাজারের অধিক শিশু এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বছরে প্রায় ৩০০ শিশুকে সঙ্গীত, নৃত্য, চারুকলা ও আবৃত্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। শিশুদের জন্য একাডেমী ভবনে একটি সমৃদ্ধ গ্রন্থাগার আছে। বছরে প্রায় ৪ হাজার শিশু লাইব্রেরীতে বই পড়ার সুযোগ লাভ করে। লাইব্রেরীভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতায় প্রায় ৫ হাজার শিশু অংশগ্রহণ করে। শিশু একাডেমী প্রকাশিত শিশুতোষ বইসমূহ সরকার নির্ধরিত মূল্যে বিক্রয় করা হয়। প্রতি বছর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ও মৌসুমি প্রতিযোগিতার জাতীয় পর্যয়ে গোপালগঞ্জের শিশুরা উল্লেখযোগ্যহারে সাফল্য অর্জন করেছে।