বাংলাদেশ শিশু একাডেমী গোপালগঞ্জ শাখায় প্রতি বছর জানুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম চলে। প্রশিক্ষণ কোর্সে ভর্তির জন্য নিম্ন ডকৃুমেন্ট গুলো আনতে হবে।
* শিক্ষার্থীর ২কপি ছবি।
* জন্মনিবেন্ধনের ফটোকপি।
* অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটোকপি।
### প্রশিক্ষণ কোর্স প্রতি বিষয়ে ভর্তি ফি ২০০ টাকা।
### মাসিক বেতন ১০০ টাকা।
### বার্ষিক বেতন একবারে জমা নেওয়া হয়।
ভর্তির সময় সব মিলিয়ে ১৪০০ টাকা জমা দিতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস