Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

ক্র.নং

সেবা সমূহ

১.

সাংস্কৃতিক প্রশিক্ষণঃশিশুদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক প্রশিক্ষণ কোর্স চালু আছে। প্রশিক্ষণের বিষয়গুলো হচ্ছেঃ

·        সংগীত        ৩ বছর মেয়াদী

·        নৃত্য           ৩ বছর মেয়াদী

·        চিত্রাংকন      ২ বছর মেয়াদী

·        আবৃত্তি         ২ বছর মেয়াদী

 

·        সকল শ্রেণীর শিশুদের বর্ণিত প্রশিক্ষণ কোর্সসমূহে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে প্রশিক্ষণে ভর্তির সুযোগ রয়েছে। প্রশিক্ষণ কোর্স সমাপ্তির পর সার্টিফিকেট প্রদান করা হয়।

·        সুবিধা বঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে।

২.

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতাঃজাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, শিশুদের মৌসুমী প্রতিযোগিতা ও শিশু নাট্য উৎসবের আয়োজন করা হয়। যা উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে জেলা ও অঞ্চল অতিক্রম করে জাতীয় পর্যায়ে শেষ হয়।

৩.

জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপনঃগুরুত্ব বিবেচনা করে বিভিন্ন জাতীয় ও আর্ন্তজাতিক দিবস উদযাপন করা হয়।

এছাড়াও বিশ্ব শিশু দিবস, শিশু অধিকার সপ্তাহ, বাংলা নববর্ষ উদযাপন, শিশুদের শিক্ষা সফর, আন্তঃ জেলা সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম, শিশু আনন্দ মেলা ও রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তীসহ অন্যান্য গুরুত্বপূর্ন অনুষ্ঠান উদযাপন করা হয়। এসব অনুষ্ঠানে সকল শ্রেণীর শিশুদের অংশগ্রহণের ব্যাপক সুযোগ রয়েছে।

৪.

শিশু বিকাশ কেন্দ্রঃশিশুদের মেধা বিকাশের লক্ষে ৩-৪ বছর বয়সী ৩০ জন করে শিশু নিয়ে ২টি শিশু বিকাশ কেন্দ্র চালু আছে। যারা ১ বছর পর উত্তীর্ণ হয়ে প্রাক-প্রাথমিক শ্রেণীতে উন্নীত হয়।

৫.

প্রাক-প্রাথমিক বিদ্যালয়ঃশিশুদের মেধা বিকাশ ও ১ম শ্রেণীতে ভর্তির উপযোগী করে গড়ে তোলার লক্ষে ৪-৫ বছর বয়সী শিশুদের নিয়ে ২টি প্রাক-প্রাথমিক বিদ্যালয় চালু আছে। যারা ১ বছর পর যে কোন সরকারী প্রাথমিক বিদ্যালযে ১ম শ্রেণীতে ভর্তি হওয়ার সুযোগ পায়।

৬.

গ্রন্থাগার সেবাঃশিশুদের জন্য একটি গ্রন্থাগার রয়েছে। এ গ্রন্থাগারের সুবিধা সমূহ শিশু ছাড়াও সর্বসাধারণের জন্য উন্মুক্ত। শিশুরা সদস্য হযে নির্ধারিত সময়ের জন্য বই লেনদেন করতে পারে।

গ্রন্থাগার ভিত্তিক শিক্ষামূলক কার্যক্রম ও প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মেধা বিকাশের সুযোগ রয়েছে। ঢাকা কেন্দ্রীয় অফিস থেকে নিয়মিত প্রকাশিত মাসিক ‘‘শিশু’’ পত্রিকা শিশু বিশ্ব কোষ, মনীষীদের জীবনী ও বিজ্ঞান গ্রন্থসহ অন্যান্য বই বিক্রয় করা হয়।

৭.

জাদুঘরঃ জাতীয় ও স্থানীয় ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কিত শিশুদের জন্য একটি মিনি জাদুঘর রয়েছে।

৮.

জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে বিভিন্ন চিত্রাংকন প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়।